রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ইতিহাস তৈরি করেছেন জিনেদিন জিদান। মাত্র আড়াই বছরে তিনি টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা সহ অনেকগুলো শিরোপা জিতেছিলেন।
এই রিয়াল মাদ্রিদকে খারাপ সময়ে আবার দায়িত্ব নিয়ে লা লিগার শিরোপা জিতিয়েছেন। তবে জিদান অনেকটা বিরক্ত নিয়ে, ক্লাবের উপর নাখোশ হয়েই দ্বিতীয় মেয়াদে ক্লাব ছেড়েছিলেন।
আগামী মৌসুমে রিয়ালের বর্তমান কোচ আনচেলোত্তি চলে যাবেন। তখন রিয়ালের কোচের আসন শূন্য হবে। সেই আসনে আবারও দেখা যাওয়ার সুযোগ ছিল জিদানের। কারণ জিদানও আর কোন ক্লাবে যোগ দেননি।
তবে রিয়াল মাদ্রিদ এখন আর জিদানকে কোচ করার কথা ভাবছে না। বরং, তারা বিকল্প পথে হাটবে। আগামী মৌসুমে রিয়ালের কোচ হওয়ার জন্য দৌড়ে আছেন চারজন।
এই চারজন হচ্ছেন- থমাস টুখেল, পচেত্তিনো, রাউল এবং আলোনসো। এরমধ্যে আলোনসো এখন বায়ার লেভারকুসেনে আছেন কোচ হিসেবে। রাউল আছেন রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলাতে। টুখেল এবং পচেত্তিনো ক্লাবহীন অবস্থায় আছেন।