জার্মান বুন্দেশলীগায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন মিউনিখ। তবে শীর্ষে থাকা বুরুশিয়ার সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র এক। চ্যাম্পিয়নস লিগে তো এখনও পর্যন্ত সবগুলো ম্যাচেই জিতেছে তারা। আটটি ম্যাচের সবগুলো জিতেছে, সর্বশেষ পিএসজিকেও ২ লেগে হারিয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালে। ডিএফবি পোকালেও আছে শিরোপার পথেই।
কিন্তু তারপরও মন গলল না বায়ার্নের বোর্ডের বরখাস্তই করলেন নাগেলসম্যানকে। হঠাৎ করেই আচমকা এক সিদ্ধান্তে নাগেলসম্যানকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় তারা।
নাগেলসম্যানকে বরখাস্তের পর শূন্য হওয়া বায়ার্নের কোচের আসনে দেখা যাবে চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো সাবেক কোচ থমাস টুখেলকে। তার সঙ্গে বায়ার্নের কথা পাকা হয়েছে।
কিন্তু নাগেলসম্যানকে কেন বরখাস্ত করল বায়ার্ন? বিল্ড জানিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে লিগে মোট ১২ পয়েন্ট হারিয়েছে বায়ার্ন। সর্বশেষ ম্যাচে তারা লেভারকুসেনের কাছে হেরেছিল। সেই হার ভালোভাবে নেয়নি বায়ার্ন কর্তৃপক্ষ। এই লিগে খারাপ করার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।
কিন্তু মৌসুম শেষ পর্যন্ত তো অপেক্ষা করতে পারত? বিল্ড জানিয়েছে, টুখেলের প্রতি আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ এবং টটেনহাম। মৌসুম শেষে যদি তারা নাগেলসম্যানকে বরখাস্ত করত তাহলে রিয়ালের মত জায়ান্টের সঙ্গে লড়াই হলেও হতে পারত টুখেলকে পাওয়া নিয়ে। সেই কারণে এই আন্তর্জাতিক বিরতিকেই বেছে নিয়েছে তারা।