আগামী সামারে রিয়াল মাদ্রিদের কোচের আসন থেকে আনচেলোত্তির চলে যাওয়াটা নিশ্চিত ধরাই যাচ্ছে। অনেক কিছু ইঙ্গিত করছে তার বিদায়ের। সে হবে ব্রাজিলের কোচ।
এদিকে আনচেলোত্তি চলে যাওয়ার পর রিয়ালের কোচ হবে কে? অনেকেই ছিল রিয়ালের পছন্দের সংক্ষিপ্ত তালিকায়। তবে যার জোড়ালো সম্ভাবনা ছিল, সেই থমাস টুখেল বায়ার্নের কোচ হয়েছেন।
থমাস টুখেল তালিকা থেকে ছিটকে যাওয়ার পর এখন রিয়ালের শর্ট লিষ্টে যারা আছেন তারা রিয়ালেরই সাবেক প্লেয়ার। এরা হচ্ছে- জিদান, রাউল এবং জাভি আলোনসো।
এই তিনজনের মধ্যে রাউল এখন রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলার কোচ। তাকে চাইলেই পাওয়া যেতে পারে যখন তখন। জাভি আলোনসো বায়ার লেভারকুসেনের কোচ। তাকেও অফার করলে দেরী হবে না হ্যা বলতে।
জিদান এখন কোন ক্লাবের কোচ নেই। তিনি দ্বিতীয় মেয়াদে রিয়াল ছাড়ার পর আর কোচিংয়ে ছিলেন না। তবে আগামী সামারে তিনি কোচিংয়ে ফিরবেন। যদি রিয়াল মাদ্রিদ অফার করে তাকে, তাহলে সেটা ফেরানো জিদানের জন্য কঠিনই হবে।