জুলিয়ান নাগেলসম্যান রিয়াল মাদ্রিদের নজরে আরও আগে থেকেই ছিল। যদি সে বায়ার্নের কোচ না হত তাহলে হয়তো রিয়াল মাদ্রিদ তাকে কিনতে আগ্রহী হত আরও আগেই।
তবে এবার আরও একবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে। হঠাৎ করেই বায়ার্ন মিউনিখ নাগেলসম্যানকে বরখাস্ত করায় সেই সম্ভাবনা তৈরি হয়েছে।
নাগেলসম্যান বায়ার্নের কোচ হিসেবে ভালোই করছিলেন। কিন্তু হঠাৎ করেই তাকে বরখাস্ত করে জার্মান জায়ান্টরা। সেখানে তারা থমাস টুখেলকে নিয়োগ করে।
এদিকে আগামী সামারে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে আনচেলোত্তির চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তি গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিল এবং আনচেলোত্তি চলে গেলে রিয়ালের যে শূন্যতা তৈরি হবে, সেখানেই নাগেলসম্যানকে এখন নিয়োগ দিলেও দিতে পারে রিয়াল মাদ্রিদ।
অবশ্য রিয়ালের টার্গেটে রয়েছে আরও কয়েকজন। তারা হচ্ছেন, রাউল, জাভি আলোনসো এবং জিনেদিন জিদান। এই তিনজনই রিয়ালের সাবেক খেলোয়াড়।