২০১৮ সালে রিয়াল মাদ্রিদের অফার এসেছিল নাগেলসম্যানের কাছে। নাগেলসম্যানকে রিয়াল মাদ্রিদের খুবই পছন্দ ছিল। কিন্তু সেই সময় নাগেলসম্যান রিয়াল মাদ্রিদের কোচ হতে রাজি হননি স্প্যানিশ না জানার কারণে।
তবে সেই সময় রিয়ালের সঙ্গে তার আলোচনাটা ভালো ছিল এবং সেই সময় নাগেলসম্যান রিয়ালকে জানিয়েছিলেন যে, ভবিষ্যতে তিনি কোচ হতে আগ্রহী হবেন রিয়ালের।
সেই সময়টা হয়তো এবার আসতে চলছে। আগামী জুনে এই নাগেলসম্যানকে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা গেলেও যেতে পারে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে।
সদ্যই বায়ার্ন মিউনিখ থেকে হঠাৎ করেই বরখাস্ত হয়েছেন নাগেলসম্যান। সেখানে বায়ার্ন থমাস টুখেলকে কোচ হিসেবে নিয়োগ দেয়। টুখেল আবার রিয়ালের পছন্দের তালিকায় ছিল।
কিন্তু টুখেলকে হারালেও এখন নাগেলসম্যানকে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে রিয়ালের এবং শেষ পর্যন্ত এটা হতে পারে। যদিও জিনেদিন জিদান এবং রাউল গনজালেসও হতে পারেন রিয়াল মাদ্রিদের কোচ।