লিওনেল মেসি ২০২১ সালে বার্সালোনা ছেড়েছেন। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি বার্সালোনা থেকে চলে যান যখন জানতে পারেন যে বার্সা তার সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নয় আর্থিক কারণে।
লিওনেল মেসি তখন বার্সালোনা ছেড়ে পিএসজিতে চলে আসেন এবং সেখানে তিনি দুই বছরের চুক্তি করেন যার আর মাত্র তিন মাস বাকি আছে।
পিএসজি চাচ্ছে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে। কিন্তু মেসি চুক্তি নবায়ন করতে রাজি হচ্ছে না। গনমাধ্যমে শোনা যাচ্ছে, মেসি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবে না। সে আবারও বার্সালোনাতে আসতে চায়।
তবে স্প্যানিশ গনমাধ্যমগুলো জানিয়েছে, মেসি যদি বার্সালোনাতে আসতে চায় তাহলে কিছু বিষয় আছে যেগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। তারমধ্যে একটি হচ্ছে বেতন কমাতে হবে।
মেসি বর্তমানে কর ছাড়াই পিএসজিতে বেতন পান ৩৫ মিলিয়ন ইউরো। এত বিশাল অংকের বেতন বার্সালোনা দিতে পারবে না। অনেক বেশি পরিমান বেতন কমাতে হবে মেসিকে।
শুধু এটাই নয়, আগে যখন সে বার্সাতে ছিল তখন দলের লিডার ছিল। কিন্তু এখন সেখানে নতুনত্ব এসেছে। মেসি যাওয়ার পর এখন যারা নেতৃত্ব দিচ্ছে, মেসিকে তাদের নেতৃত্ব মেনেই আসতে হবে।
এরসঙ্গে রয়েছে আরেকটি বিষয়। বার্সালোনা কিন্তু এখনও মেসির জন্য কোন অফার করেনি। যদি মেসি সেচ্ছায় বার্সাতে আসতে আগ্রহ দেখায়, তবেই তারা চেষ্টা করবে।