বর্তমান বিশ্বের অন্যতম সেরা তিন ফুটবলার হচ্ছেন নেইমার, এমবাপ্পে এবং হালান্ড। এই তিন ফুটবলারকে পাওয়া যেকোন দলের জন্যই স্বপ্নের মত। আর এই স্বপ্ন পূরণের সুযোগ এসেছিল বার্সার সামনে।
বর্তমানে যদি বলা হয় বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় আক্রমন ভাগ কোনটা? তাহলে নিশ্চিত ভাবেই উত্তর আসবে মেসি নেইমার এমবাপ্পে। কিন্তু নেইমার হালান্ড এমবাপ্পের আক্রমন ত্রয়ীটা এর চেয়েও বেশি বিধ্বংসী হতে পারত।
সাবেক বার্সালোনা ডিরেক্টর জাভিয়ার বোর্ডাস সম্প্রতি কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি কথা বলেছেন বার্সালোনার কিছু অতিত বোকা সিদ্ধান্ত নিয়েও।
বোর্ডাস বলেন, “কাজের জন্যই আমার অনেক মানুষের সঙ্গে পরিচয়। আমি মিনো রাইওলার সঙ্গে কথা বলেছিলাম এবং একটা সময় কথা বলেছিলাম হালান্ডকে নিয়ে। হালান্ডকে মাত্র ২০ মিলিয়ন দিলেই কিনতে পারতাম। কিন্তু রাইওলা ২০ মিলিয়ন ইউরো কমিশন চেয়েছিল।
“আমি শুধুই একজন ডিরেক্টর যে শুধু পরামর্শ দিতে পারে। এরপর আছে টেকনিক্যাল টিম যারা এসব সিদ্ধান্ত গ্রহন করে।”
এমবাপ্পের সম্পর্কে তিনি বলেন, “আমি এমবাপ্পেকে আনতে চেয়েছিলাম। সে বার্সালোনাতে আসতে পারত। আমরা মূল্যের বিষয়ে একমত হতে পাড়িনি, তবে সে ১০০ মিলিয়নে আসতে পারত।
“কিন্তু বার্সালোনা দেম্বেলেকে বেশি ফিট মনে করেছিল। টেকনিক্যাল টিম বলেছিল দেম্বেলেকে প্রয়োজন। এমবাপ্পে তখন রিয়ালে যেতে চায়নি, কারণ সেখানে বেনজামা, রোনালদো বেল ছিল। কিন্তু বার্সালোনা বেছে নেয় দেম্বেলেকে।”
নেইমারকে নিয়ে বোর্ডাস বলেছেন, “নেইমার মাদ্রিদে যাওয়ার খুব কাছে ছিল। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল এবং সে বার্সাতে আসতে চেয়েছিল। আমি তার সঙ্গে কথা বলতে প্যারিসে গিয়েছিলাম।
“আমরা তাকে আনতে পারতাম। পিএসজি তাকে আমাদের কাছে বিক্রির অফারও করেছিল। তাকে আনতে পারাটা হত দুর্দান্ত। কিন্তু বার্সালোনা সেটা করেনি। এরপরই আমি চাকরি ছাড়ার কথা ভাবি এবং চলে যাই। এটা ছিল খুবই হতাশার।”