স্প্যানিশ তারকা মার্কো অ্যাসেনসিও রিয়াল মাদ্রিদে থাকতে রাজি ছিলেন। কিন্তু শর্ত ছিল, তাকে আরও বেশি খেলার টাইম দিতে হবে। তাকে আরও গুরুত্ব দিতে হবে।
কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে বিবেচনা করলেও বেশি খেলার টাইমের গ্যারান্টি দেয়নি। যার কারণে রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নেয় অ্যাসেনসিও।
সেই অ্যাসেনসিওকে কেনার জন্য বেশ কিছু ক্লাব আগ্রহী ছিল। তারমধ্যে এখন পিএসজি তাকে কেনার জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে। আগামী মৌসুমে তাকে পিএসজির জার্সি গায়ে দেখা যেতে পারে।
পিএসজি এবং অ্যাস্টন ভিলা অ্যাসেনসিওকে কেনার জন্য সবচেয়ে বেশি মরিয়া ছিল। তবে আর্থিক দিক থেকে অ্যাস্টন ভিলা পারেনি পিএসজির সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে খেলার বিষয় তো আছেই।
গনমাধ্যমগুলো জানিয়েছে যে, পিএসজির সঙ্গে অ্যাসেনসিওর চুক্তি প্রায় হওয়ার পথে। সেখানে অ্যাসেনসিওর বেতনটা হবে ১০ মিলিয়ন ইউরো যেটা রিয়ালে ছিল ৫-৬ মিলিয়ন ইউরো। সে ভিনিসিয়াসের চেয়েও বেশি বেতন পাবে এখন পিএসজিতে।