ইংলিশ ক্লাবগুলোর মধ্যে চেলসি, নিউক্যাসল, ম্যানইউ, আর্সেনাল, ম্যানসিটি- প্রতিটা ক্লাবের সঙ্গেই নেইমারের রিউমার তৈরি হয়েছে। তবে সবচেয়ে জোড়ালো রিউমার রয়েছে ম্যানইউর সঙ্গে।
আগামী মৌসুমেই নেইমার জুনিয়র নতুন গন্তব্যে পাড়ি জমাতে পারেন। পিএসজি চাচ্ছে তাকে বিক্রি করে দিতে। নেইমারও আর পিএসজিতে থাকতে রাজি নয়।
কিন্তু নেইমার কোন ক্লাবে যাবে? কোন ক্লাবে তাকে কিনতে পারবে? কয়টা ক্লাব নেইমারকে এত বেশি বেতন দেওয়ার সক্ষমতা রাখে?
নেইমারের জন্য সবচেয়ে জোড়ালো সম্ভাবনা রয়েছে ম্যানইউতে আসার। তবে সেক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। সেটা হচ্ছে, যদি ম্যানইউর মালিকানা পরিবর্তন হয়।
প্রিন্স জসিম বিন হামাদ আল থানাই ম্যানইউকে কেনার চেষ্টা করছেন। যদি তিনি কিনতে পারেন তাহলে ম্যানইউতেই আসবেন নেইমার। নেইমার পিএসজি কর্তৃপক্ষকে জানিয়েছে, তার নাম্বার ওয়ান টার্গেট ম্যানইউ।