পিএসজির এই মৌসুমে আর একটা ম্যাচই বাকি আছে। সেই ম্যাচটা হবে ক্লেমন ফুটের বিপক্ষে। এই ম্যাচের পরই অনেক পরিবর্তন আসবে পিএসজিতে। সেই পরিবর্তনের একটি হচ্ছে কোচিং পজিশন।
গালটিয়ের গত সামারে পিএসজিতে এসেছিল। তাকে এমবাপ্পের অনুরোধেই আনা হয়েছিল। কিন্তু গালটিয়েরের অধিনেও ব্যর্থ হল পিএসজি। তাই এখন গালটিয়েরকেও বরখাস্ত করতে যাচ্ছে তারা।
গালটিয়ের অবশ্য চেয়েছিল পিএসজিতেই থাকার জন্য। কিন্তু তার সেই আশা পূরণ হবে না। আরএমসি স্পোর্টস, লা প্যারিসিয়ান, এল ইকুইপ সহ বেশ কিছু গনমাধ্যম জানিয়েছে, গালটিয়েরের সঙ্গে চুক্তি শেষ করবে পিএসজি।
গালটিয়ের চলে গেলে পিএসজির নতুন কোচ কে হবে? শোনা যাচ্ছে মরিনহো এবং এনরিকের মধ্যে যেকোন একজন হতে পারে পিএসজির নতুন কোচ।