চেলসির স্ট্রাইকার হাভার্টজকে ২০২০ সালেও কেনার জন্য চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তখন তারা সফল হয়নি। তবে চলতি সামারে সফলতার মুখ দেখার আশা করছে ক্লাবটি।
করিম বেনজামা সহ রিয়াল মাদ্রিদের আক্রমন ভাগের ৪জন ফুটবলার চলে গেছেন ক্লাব ছেড়ে। আক্রমন ভাগের তারকাদের ক্লাব ছাড়ার ফলে যে শুন্যতা তৈরি হয়েছে সেখানেই নতুন প্লেয়ার কিনতে চেষ্টা করছে রিয়াল।
রিয়াল মাদ্রিদ যেসব প্লেয়ার কেনার জন্য চেষ্টা করছে তাদের মধ্যেই একজন হাভার্টজ। এই ফুটবলারকে পেরেজ এবং আনচেলোত্তিও পছন্দ করে। তাই তাকে কেনার জন্য চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। গনমাধ্যমের খবর অনুযায়ী, তার জন্য ৬০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে।
রিয়াল মাদ্রিদের নজর রয়েছে হ্যারি কেইনের দিকেও। টটেনহামের এই তারকাকে কিনতে গেলে কিছুটা কঠিন পথ পাড়ি দিতে হবে রিয়ালকে। তাছাড়া তার মূল্যটাও হবে ১০০ মিলিয়নের উপরে।