পিএসজির দুজন সেরা ফুটবলারের ক্লাব ছাড়া নিশ্চিত করেছে। সাবেক বার্সালোনা তারকা লিওনেল মেসি এবং সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসের চলে যাওয়া নিশ্চিত হয়েছে।
নেইমার জুনিয়র পিএসজি ছাড়তে পারেন। যদিও এখনও অফিশিয়াল ঘোষণা আসেনি, তবে নেইমার জুনিয়রের প্রিমিয়ার লিগে আসার সম্ভাবনা রয়েছে।
তাদের বিদায়েই কিন্তু বিদায়ের লিষ্টটা বন্ধ হবে না। এখানে আরও অনেক ফুটবলারের নাম যুক্ত হতে পারে আসছে দিনগুলোতে।
এরমধ্যে অবশ্য কেনাও শুরু করেছে পিএসজি। ইতিমধ্যে দুজন প্লেয়ার পিএসজিতে আসা নিশ্চিত হয়েছে। একজন হচ্ছে সদ্যই রিয়াল মাদ্রিদ ছাড়া অ্যাসেনসিও এবং অন্যজন হচ্ছে ম্যানুয়েল উগার্তে।
পিএসজি চেষ্টা করছে আরও কিছু প্লেয়ার কেনার। তারমধ্যে ম্যানচেষ্টার সিটির বার্নার্ডো সিলভা রয়েছে। তবে দলের মাথা কোচিং পজিশনেও আসছে পরিবর্তন। গালটিয়ের থাকছে না পিএসজিতে, সেখানে নতুন কোচ হিসেবে আসতে পারেন জুলিয়ান নাগেলসম্যান।