লেফটব্যাক পজিশনে মেন্ডি আছেন রিয়াল মাদ্রিদে। তবে তার উপর আর আস্থা নেই রিয়ালের। তাকে এই সামারেই বিক্রি করে দিবে ক্লাবটি। গত মৌসুমে কামাভিঙ্গা অনেকগুলো ম্যাচ খেলেছিলেন এই পজিশনে।
তবে আগামী মৌসুমে আর কামাভিঙ্গাকে হয়তো লেফটব্যাক পজিশনে খেলার প্রয়োজন হবে না। কারণ, ইতিমধ্যে একজন দুর্দান্ত লেফটব্যাক কিনেছে রিয়াল মাদ্রিদ এবং আরেকজন আসার অপেক্ষায়।
ফ্রান গার্সিয়া ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের প্লেয়ার হয়েই গেছেন। মৌসুম চলাকালীন সময়েই তাকে কেনার বিষয়টি নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
এবার সেখানে যুক্ত হতে যাচ্ছে বায়ার্নের লেফটব্যাক আলফোনসো ডেভিস। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই তারকা ইতিমধ্যে রিয়ালে আসার জন্য রাজি হয়েছে।
ডেভিসের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করেছে বায়ার্ন মিউনিখ। কিন্তু সে জানিয়ে দিয়েছে যে, সে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। রিয়াল মাদ্রিদ তাকে কেনার বিষয়ে এগিয়ে যাচ্ছে। হয়তো খুব শীগ্রই রিয়াল মাদ্রিদে আসবে সে।