মৌসুম শেষের জন্যই যেন অপেক্ষা করছিল পিএসজি। আর সেটা হতেই এখন নিজেদের কোচ গালটিয়েরের সঙ্গে সম্পর্কের পার্ট চুকিয়ে ফেলতে চাচ্ছে ক্লাবটি।
গালটিয়ের দুই মৌসুমের জন্য পিএসজির কোচ হয়ে এসেছিলেন। তারমধ্যে এক মৌসুম যেতেই তাকে বরখাস্ত হতে হচ্ছে। চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার জন্যই তাকে বরখাস্ত হতে হচ্ছে।
ইতিমধ্যে পিএসজির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে, আগামী মৌসুমে আর সে কোচ থাকছে না। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস সরাসরি তাকে জানিয়েছেন।
এখন দুই পক্ষের মধ্যে বিদায়ের শেষ কার্যক্রম চলছে। বিদায়ের জন্য যা যা প্রয়োজন, সবকিছু সম্পন্ন হলেই অফিশিয়াল ঘোষণা দিবে পিএসজি। সেটা যেকোন মুহূর্তেই আসতে পারে।