লিওনেল মেসি কোথায় যাবেন সেই প্রশ্নটা গত কয়েক মাস ধরেই চলছিল। আল হিলালের পক্ষ থেকে ৪০০ মিলিয়ন ইউরো বেতনের অফার এসেছিল মেসির কাছে। বার্সালোনা তাকে পাওয়ার চেষ্টা করেছিল।
তবে সবাই বার্সালোনাকেই এগিয়ে রাখছিলেন। কারণ, মেসি বার্সালোনাতে অন্তত একটা মৌসুম খেলতে চায় এমন রিউমার ছিল সবচেয়ে বেশি। তাছাড়া বার্সালোনা সভাপতির সঙ্গে বেশ কয়েকটার মিটিংও করেছিলেন মেসির বাবা জর্জ মেসি।
এই তো কয়েকদিন পূর্বেই মেসির বাবা জর্জ মেসি বলেছিলেন যে, মেসি বার্সালোনাতে ফিরে আসতে চায়। মেসি বার্সাতে ফিরতে পছন্দ করবে এবং আমরাও সেটা চাই।
কিন্তু সবকিছু যে এমন ভাবে ঘুরে যাবে কে জানত? যাদের নিয়ে রিউমার ছিল না বললেই চলে, সেই ইন্টার মিয়ামি এবার দৃশ্যপটে সবচেয়ে এগিয়ে আছে।
বিভিন্ন সাংবাদিকরা জানিয়েছে, মেসির বার্সালোনাতে আসার সম্ভাবনা নেই। এমনকি আল হিলালেও তিনি যাবেন না। মেসি এই মুহূর্তে ইন্টার মিয়াতে যাওয়ার খুব কাছে রয়েছে। দুই পক্ষের মধ্যে কথাবার্তা অনেকদূর এগিয়েছে।