Logo

২০ মিলিয়নের অফার প্রত্যাখ্যান করে মাত্র এক মিলিয়ন বেতনে সেভিয়াতে রামোস


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:৩৫ পূর্বাহ্ন / ১৭৪৫
২০ মিলিয়নের অফার প্রত্যাখ্যান করে মাত্র এক মিলিয়ন বেতনে সেভিয়াতে রামোস

সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোস দুই মৌসুম পূর্বে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের সাবেক এই লিজেন্ড আবারও লা লিগায় ফিরেছেন।

পিএসজিতে দুই বছর কাটিয়ে আবারও তিনি লা লিগায় ফিরেছেন। তবে এবার রিয়ালের জার্সিতে নয়, সাবেক ক্লাব সেভিয়ার জার্সিতে ফিরেছেন।

সেভিয়া তাকে কেনার অফিশিয়াল ঘোষণা দিয়েছে। এক বছরের জন্য তাকে কিনেছে এবং সেখানে আরও এক বছর বাড়ানোর অপশন রাখা হয়েছে।

রামোসকে কেনার জন্য গ্যালতাসারেই অফার করেছিল। তারা রামোসকে বছরে ১১ মিলিয়ন ইউরো অফার করেছিল। সৌদি ক্লাব আল ইত্তিহাদ ২০ মিলিয়ন ইউরোর অফার করেছিল। কিন্তু রামোস সেভিয়াতে যোগ দিয়েছেন এবং সেখানে মাত্র এক মিলিয়ন ইউরো বেতন পাবেন।