Logo

অ্যাস্টন ভিলা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন কৌতিনহো


sports pratidin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন / ১৩৪৭
অ্যাস্টন ভিলা ছেড়ে কাতারের ক্লাবে গেলেন কৌতিনহো

একটা সময় লিটল ম্যাজিশিয়ান নামে পরিচিত ছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কৌতিনহো। নেইমারের পর ব্রাজিলের সবচেয়ে সৃজনশীল প্লেয়ার বলা হত তাকে।

সেই কৌতিনহো লিভারপুলে অবিশ্বাস্য পারফর্ম করেছিলেন। লিভারপুলের ভক্তরাই আদর করে তার নাম দিয়েছিল লিটল ম্যাজিশিয়ান।

কিন্তু ভালোবাসার জায়গা ছেড়ে বার্সালোনাতে পাড়ি জমানোর পর থেকেই তার ভালোবাসায় কমতি শুরু হয় এবং শেষ পর্যন্ত এখন কয়েক ক্লাব ঘুরে তার ঠিকানা হল কাতারে।

কাতারের ক্লাব আল দুহালি কিনেছে কৌতিনহোকে। অবশ্য পাকাপাকি ভাবে কিনেনি, তাকে কিনেছে লোনে এক মৌসুমের জন্য।