বায়ার্নের কোচের পদ থেকে গত মৌসুমের মাঝপথে বরখাস্ত হয়েছিলেন নাগেলসম্যান। তাকে বরখাস্ত করে থমাস টুখেলকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বায়ার্ন।
এরপর বেশ কিছু বড় বড় ক্লাব নাগেলসম্যানকে কোচ করার অফার করেছিল। সেই তালিকায় টটেনহাম, পিএসজির মত ক্লাব ছিল। তবে নাগেলসম্যান অপেক্ষা করছিলেন রিয়ালের জন্য। কারণ, রিয়াল ছেড়ে আনচেলোত্তির ব্রাজিলে যাওয়ার গুঞ্জন ছিল।
তবে শেষ পর্যন্ত আনচেলোত্তি রিয়ালে থেকে যায় এবং নাগেলসম্যান কোন ক্লাবের কোচ হিসেবে যোগদান করেননি। যার কারণে তিনি এখন ফ্রি আছেন।
এই ফ্রি থাকা নাগেলসম্যানকে এবার কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে জার্মানী। আগামী ইউরো পর্যন্ত তাকে নিয়োগ দিতে চায় দেশটি।
নাগেলসম্যান জার্মানীর কোচ হিসেবে যোগদানের খুব কাছাকাছি আছেন। যেকোন সময় তাকে নতুন কোচ হিসেবে ঘোষণা দিতে পারে দেশটি।
নাগেলসম্যান জার্মানীতে ফ্লিকের স্থলাভিষিক্ত হবেন। কিছুদিন আগেই জাপানের কাছে হারের পর ফ্লিককে বরখাস্ত করেছিল জার্মানী।
আপনার মতামত লিখুন :