আগামী মৌসুমে দলকে আরও শক্তিশালী করার জন্য ম্যানচেষ্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনের দিকে হাত বাড়াতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের। ব্রিটিশ গনমাধ্যম সান এই খবর জানিয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনালদোকে কিনে প্রথম চমকটা দিয়েছিল আল নাসের। এরপরই সৌদির ক্লাবগুলো ইউরোপিয়ান বড় বড় ফুটবলারদের দলে টানা শুরু করে।
এখন তো সৌদি আরবে অনেক বড় বড় ফুটবলার আছেন। নেইমার জুনিয়র, সাদিও মানে, বেনজামা থেকে শুরু করে অনেক ফুটবলার এসেছেন এখানে।
এই লিগেই পরবর্তি সুপারস্টার হিসেবে আগমন হতে পারে কেভিন ডি ব্রুইনের। ডি ব্রুইন এখনও সিটির গুরুত্বপূর্ণ প্লেয়ার। তবে আগামী মৌসুমে ডি ব্রুইনকে বিক্রি করেও দিতে পারে সিটি। কারণ তাদের এখন ব্যাকআপ প্লেয়ার রয়েছে।
আপনার মতামত লিখুন :