ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিটর রোককে কিনেছে বার্সালোনা। সেটা অবশ্য পুরোনো খবর। কিন্তু এই তারকাকে আগামী জানুয়ারীতে নিয়ে আসার কথা ছিল ক্লাবটির।
বার্সালোনার সঙ্গে অ্যাতলেটিকো প্যারানায়েনসের চুক্তিটা এমনই ছিল যে এই জানুয়ারীতে ভিটর রোককে বার্সালোনা নিয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে সেটা হবে না।
কাতালুনিয়ার একটি রেডিও জানিয়েছে, ভিটর রোক আগামী জানুয়ারীতে বার্সালোনাতে আসবে না। সে আগামী মৌসুমে বার্সালোনাতে যোগ দিবে।
বার্সালোনার স্ট্রাইকার হিসেবে এখন খেলছেন লেভানদস্কি। অন্যান্য যারা রয়েছে তারা হয়তো এই পজিশনে কয়েক ম্যাচের জন্য কাজ চালানোর মত, কিন্তু সত্যিকার নাম্বার নাইন বার্সাতে এই একজনই।
তারমধ্যে আবার লেভানদস্কি সাম্প্রতিক সময়ে গোলহীনতায় ভুগছে। বায়ার্নে যেমন গোল মেশিন ছিলেন তেমনটা হচ্ছে না বার্সাতে। তাই ভিটর রোককে যত দ্রুত সম্ভব নিয়ে আসার কথা ছিল বার্সার। তবে এখন মনে হচ্ছে উল্টোটা হতে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :