ব্রাজিল ফুটবল ফেডারেশন দিনিজকে এক বছরের জন্য অন্তভর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। সেটা দিয়েছে একমাত্র আনচেলোত্তির জন্যই।
গত বিশ্বকাপের পর থেকেই আনচেলোত্তির জন্য ব্রাজিলের অপেক্ষা ছিল। তারা চেয়েছিল বিশ্বকাপের পরপরই আনচেলোত্তির সঙ্গে চুক্তিটা করার জন্য।
কিন্তু আনচেলোত্তি রিয়ালের চুক্তিটা পূর্ন করতে চাওয়ার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফারে রাজি হয়নি। তবে ব্রাজিল তার জন্য এক বছরের অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়।
তবে এরমধ্যে সম্প্রতি স্প্যানিশ গনমাধ্যমগুলো জানিয়েছে, আনচেলোত্তির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে ভাবছে রিয়াল মাদ্রিদ। ফলাফল ভালো হলে রিয়াল মাদ্রিদ দুই বছরের জন্য চুক্তি নবায়নের অফার করবে।
যদি আনচেলোত্তি চুক্তি নবায়ন করে তাহলে সেটা ব্রাজিলের জন্য হবে বড় ধাক্কা। এখন দেখার বিষয় এই রিপোর্ট কতটা সত্য হয়।
আপনার মতামত লিখুন :