ইংলিশ ক্লাব এভারটন তাদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছিল ব্রাজিলিয়ান তারকা রিচারলিশনকে। এভারটন তাকে কিনতে খরচ করেছিল ৪০ মিলিয়ন ইউরো।
এত বিশাল অংকের টাকা দিয়ে কেনা রিচারলিশন শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছেন ক্লাবটির হয়ে। দলটির সর্বোচ্চ গোলদাতাও তিনিই। আর তাতেই তার দিকে চোখ পড়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুলের কোচ ক্লপের।
শোনা যাচ্ছে রিচারলিশনের এজেন্টের সাথে নিজের বাড়িতে কথা বলেছেন ক্লপ। সেখানেই তারা আলোচনা করেছেন সম্ভাব্য ট্রান্সফার নিয়ে।
রিচারলিশনের জন্য গত জানুয়ারীতেই ৫০ মিলিয়ন অফার করেছিল তারা। কিন্তু সেটা রিজেক্ট করে দেয় এভারটন। তারা জানিয়ে দিয়েছে-কেবল ৭০ মিলিয়ন হলেই রিচারলিশনকে বিক্রি করবে।
তবে রিচারলিশন ক্লাব ছাড়ার জন্য কোন রকম চাপ দিবেনা এভারটনকে। কেননা, এভারটনের কোচের সাথে কাজ করতে সে বেশ সাচ্ছন্দ অনুভব করছে।