আরো একবার লিগ শিরোপা জয়ের খুব কাছে পিএসজি। গত রাতেই যদি তারা স্ট্রাসবার্গের বিপক্ষে জিততে পারত তাহলেই তারা শিরোপা জয় নিশ্চিত করত। কিন্তু ম্যাচটি ড্র হওয়াতে কেবল অপেক্ষা বেড়েছে দলটির।
লিগ শিরোপার সাথে সাথে ফ্রেঞ্চ কাপের শিরোপাও জেতার পথে দলটি। তবে পিএসজি কোচ থমাস টুখেল এখনই চিন্তা ভাবনা করছেন পরের মৌসুম নিয়ে। সেজন্য তিন থেকে চারজন তারকাকে কিনতে চাচ্ছেন তিনি নতুন করে।
তবে পিএসজি নতুন কোন তারকাকে কিনতে চাইলে আগে তাদের কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে। থমাস মুনিয়ের, জুলিয়ান ড্রাক্সেলার, কুরজাওয়া, ক্রিষ্টোফার এনকুকু, স্টানলে এনসুকি এবং র্যাবিয়টরা পিএসজি ছাড়ার সম্ভাবনা প্রখর। সেই সাথে বুফন এবং দানি আলভেসেরও পিএসজি ছাড়ার সম্ভাবনা আছে। এই সকল তারকাদের বিক্রি করেই তারপর খেলোয়াড় কিনতে নামতে হবে দলটিকে।
এই কেনার তালিকায় অন্তত দুজন সেন্ট্রাল মিডফিল্ডার কিনতে চান টুখেল। এভারটনের মিডফিল্ডার ইদ্রিসা গুয়েকে খুব বেশি পছন্দ টুখেলের। লিওর টাঙ্গু এনদুম্বেলেকেও পছন্দ টুখেলের।
এছাড়া ম্যানইউর মিডফিল্ডার আন্দ্রে হেরেরা এবং নাপোলির মিডফিল্ডার অ্যালানও পিএসজির সম্ভাব্য তালিকায় আছে।
ফুলব্যাক অপশনেও পিএসজি শক্তিশালী হতে যাচ্ছে। এই তারিকায় তাদের পছন্দ ভ্যালেন্সিয়ার ক্রিশ্চিয়ানো পিচিনি। যদি তাকে না পায় তাহলে পরের পছন্দ হচ্ছে ফিলিপ লুইস, ফিওরেন্তিনার ক্রিশ্চিয়ানো বিরাগি, এবং আয়াক্সের ডালি ব্লিন্ড।
এছাড়াও আয়াক্স তারকা ম্যাথিয়াস ডি লিগট এবং ম্যানইউ তারকা ডেভিড ডি গিয়াকেও চোখে রেখেছে পিএসজি।