ফিলিপ কৌতিনহো বার্সালোনাতে থাকতে চাচ্ছেনা। সে বার্সালোনা ছেড়ে অন্য দলে যেতে চাচ্ছেন। ডি জং আসার পর কৌতিনহো আরো শঙ্কায় আছেন একাদশে জায়গা নিয়ে। সেজন্য তিনি বার্সালোনা ছেড়ে যাওয়ার প্লান করছেন।
বার্সালোনাও কোতিনহোকে ছেড়ে দিতে রাজি। পর্যাপ্ত সুযোগ পেয়েও কৌতিনহো নিজেকে প্রমান করতে পারছেনা। তাই উপযুক্ত মুল্য পেলে তাকে বার্সালোনা বিক্রি করে দিবে এবং কৌতিনহোর সম্ভাব্য গন্তব্য হতে যাচ্ছে ম্যানইউ বা পিএসজি।
নাহ, এগুলো বার্সা বা কৌতিনহোর মুখের কথা নয়। এগুলো হল গনমাধ্যমে প্রকাশিত খবর। তবে সম্প্রতি কৌতিনহো নিজেই কথা বলেছেন তার ভবিষ্যত নিয়ে।
কৌতিনহো বার্সালোনা ছাড়ার খবর উড়িয়ে দিয়ে বলেন, “আমি শিরোপা জিতেছি। সব সময় আমার একটা লক্ষ্য থাকে। আমি আরো আরো শিরোপা জিততে চাই।”
“আমি স্পেনে খেলতে চেয়েছিল এবং আমি এখন আছে খেলছি। আমি স্পেনে বিশ্বের সেরা ক্লাবে খেলছি। আমি কি চাইতে পাড়ি আমি?”