ব্রাজিলিয়ান তারকা ওয়েসলি নিশ্চিত করেছেন যে আগামী মৌসুমে তিনি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যাচ্ছেন। এই টুইটার বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোর এই তারকা।
টুইটারে তিনি নিজের একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি জুভেন্টাসের জ্যাকেট গায়ে জড়ানো ছিলেন। সেই ছবিটি ছিল জুভেন্টাসের অনুশীলন মাঠে। জুভেন্টাসের সাথে চুক্তি সাক্ষর করতে গিয়েই এই ছবি তুলেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
ওয়েসলি তার গতি, দক্ষতা দিয়ে ইতালিয়ান জায়ান্টের মন কেড়েছে। দানি আলভেসকে আদর্শ মানা এই তারকাকে চুক্তির অফার করেছিল তার ক্লাব ফ্লামেঙ্গোও। কিন্তু তাতে রাজি হয়নি এই রাইটব্যাক।
ওয়েসলি জুভেন্টাসে যোগ দিয়েই মুল দলে খেলার সুযোগ পাবেনা। কেননা, দলটির এরই মধ্যে প্রতিষ্ঠিত রাইটব্যাক জোয়াও ক্যান্সেলো, ডি সিগলিওর মত তারকারা আছে। তাই ওয়েসলির প্রথমে খেলতে হবে জুভেন্টাস যুব দলেই।