চেলসি তারকা ইডেন হ্যাজার্ড আর ম্যানইউ তারকা পল পগবা। এই দুই ক্লাবের দুই তারকাকে রিয়াল মাদ্রিদে স্বাগতম জানিয়েছেন দলটির তারকা মিডফিল্ডার ক্যাসমিরো।
হ্যাজার্ড চেলসি থেকে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে আসবেন এটা প্রায় নিশ্চিত। বিশেষ করে চেলসির সাথে নতুন চুক্তি না করা এবং রিয়ালে আসতে চাওয়ার কারণে তার বিষয়টি দ্রুতই সমাপ্তি হয়ে গেছে এমনটাই দাবী ইংলিশ ও স্পানিশ গনমাধ্যমের।
অন্যদিকে জিদানের দারুণ পছন্দের কারণে পগবাও রিয়াল মাদ্রিদে আসছেন আগামী মৌসুমে এমনটাই নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল সহ বেশ কিছু গনমাধ্যম। পগবা এরই মধ্যে ইউনাইটেডকে জানিয়ে দিয়েছে সে রিয়ালে আসতে চায়। একই সাথে পগবার এজেন্টও নাকি কথাবার্তা বলেছে ম্যানইউর সাথে।
এই দুই তারকাকে নিয়ে গুঞ্জনের মাঝে রিয়াল মাদ্রিদ তারকা ক্যাসমিরো বলেন, ‘হ্যাজার্ড এবং পগবা যদি রিয়ালে আসে তাহলে আমরা তাদের স্বাগতম জানাব।’
‘আমি সব সময় বলি মাদ্রিদে অবশ্যই সেরা খেলোয়াড়দের থাকা উচিত। কারণ এটা বিশ্বের সেরা ক্লাব।’
‘তবে কোন খেলোয়াড় কিনব এটা আমার হাতে নেই। সভাপতি এবং অন্যান্য ব্যক্তিরা এই সম্পর্কে সচেতন। তবে তারা দুজনেই খুব ভালো খেলোয়াড় এবং ভালো খেলোয়াড়দের সব সময় রিয়ালে স্বাগতম।’