নেইমারকে রিয়াল মাদ্রিদের অনেক দিনের চাওয়া। ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে রিয়াল মাদ্রিদের ইচ্ছার কথা আর গোপন নেই। কিন্তু কোন কিছুতেই এই তারকাকে পাচ্ছেনা রিয়াল মাদ্রিদ।
কিছুদিন আগেও জোর গুঞ্জন ছিল তাকে নিয়ে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসা নিয়ে চলছিল বিস্তর আলোচনা। তবে কিছুদিন আগেই নেইমারের বাবা এবং পিএসজি সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে। আগামী মৌসুমেও সে পিএসজিতেই্ থাকছে।
তবে নেইমারকে রিয়াল মাদ্রিদে পেলে বেশ খুশি হতেন ক্যাসমিরো সেটাই জানালেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। ক্যাসমিরো বলেন, ‘নেইমার একজন গ্রেট খেলোয়াড় এবং এটা হবে অসাধারণ যদি সে মাদ্রিদে আসে।’
‘তবে আপনি এই প্রশ্নটা আমাদের সভাপতি এবং নেইমারকে করতে পারেন। আপনি নেইমারকে জিজ্ঞাস করতে পারেন সে আসতে চায় কিনা। সম্প্রতি সে বলেছে সে পিএসজিতে ভালো আছে এবং আমাদের সেটাকে সম্মান করতে হবে। তবে নেইমারের মত একজন খেলোয়াড়কে যেকোন দলই কোন সন্দেহ ছাড়াই নিয়ে যাবে।’