উয়েফা ইউরোপা লিগে রিয়াল মাদ্রিদ খেলেনা। কিন্তু তবুও রিয়াল মাদ্রিদের একটি দল গতরাতে ইউরোপা লিগে একটি ম্যাচের সময় মাঠে উপস্থিত ছিল। আর সেই ম্যাচটি ছিল জার্মান দল ফ্রাঙ্কফুর্ট এবং পর্তুগীজ দল বেনফিকার মধ্যকার ম্যাচটি।
এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ওই দলটির উপস্থিত থাকার বিশেষ কারনও আছে। সেই কারণ হল দুই দলের দুই তারকাকে খুব কাছ থেকে দেখার।
ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়াতে রিয়াল মাদ্রিদ কিনতে চাচ্ছে জোভিককে। এই তারকা আবার খেলেন ফ্রাঙ্কফুর্টে। আবার পর্তুগালের নতুন তারকা হিসেবে যার নাম এখন সব দিকে ছড়িয়ে পড়েছে সেই জোয়াও ফেলিক্স আছে রিয়ালের নজরে। সে খেলে বেনফিকাতে। তাই এই দুই তারকার খেলা দেখার জন্যই রিয়ালের এই দলটি মাঠে উপস্থিত ছিল।
তবে হতাশ হতে হয়নি তাদের। বলা ভালো যে, যাদের দেখার জন্য গিয়েছিল, তারাই খেলা দেখিয়ে দিয়েছে।
ম্যাচে বেনফিকা জিতেছে ৪-২ গোলে। বেনফিকার চার গোলের তিনটিই আবার এসেছে সেই ফেলিক্সের পা থেকেই। অন্যদিকে ফ্রাঙ্কফুর্টের দুই গোলের একটি আবার এসেছে জুভিকের কাছ থেকে।