রিয়াল মাদ্রিদের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামী সাইনিং ওয়ালেশ তারকা গ্যারেথ বেল আগামী মৌসুমে আর রিয়াল মাদ্রিদে থাকছেন না। তাকে ১৩০ মিলিয়ন পেলেই ছেড়ে দিবে রিয়াল এমনটাই জানিয়েছে স্পানিশ দৈনিক এএস।
জিদান আবার দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্বে আসার পরপরই নিশ্চিত হয়ে গিয়েছিল বেলের ভবিষ্যত। সেটা এবার আরও নিশ্চিত হল। সাম্প্রতিক সময়ে তার বাজে ফর্মের কারণেই রিয়াল মাদ্রিদের জার্সি তার জন্য দূরে সরে যেতে বসেছে।
রিয়াল মাদ্রিদ তার জন্য ১৩০ মিলিয়ন ইউরো দাম নির্ধারণ করলেও আরও একটি উপায়ে তাকে ছেড়ে দিতে পারে স্পানিশ জায়ান্টরা। সেটা হল পল পগবার সাথে বিনিময় কিংবা টটেনহামের এরিকশনের সাথে বিনিময় করে।