কিছুদিন আগেই আয়াক্স মিডফিল্ডার ডি জংকে কিনেছে বার্সালোনা। এবার স্পানিশ দলটি হাত বাড়িয়েছে আয়াক্সের আরেক তারকা ডি লিগটের দিকে।
ডি লিগট অবশ্য ডিফেন্ডার। ইউরোপের তরুণ তারকাদের মধ্যে অন্যতম সেরা এই তারকাকে জেরার্ড পিকের যোগ্য উত্তরসূরী হিসেবেই ভাবছে বার্সালোনা। সেজন্য তাকে কেনার চেস্টা করছে দলটি। খুব সম্ভবত ডি লিগটও বার্সালোনাতেই যাচ্ছে এই মৌসুম পর।
সেটার ইঙ্গিতও দিলেন আয়াক্স কোচ। তিনি বলেন,
‘ডি লিগটের আয়াক্সে থাকার সম্ভাবনা শূন্য শতাংশ। সে আগামী মৌসুমেই আমাদের ছেড়ে চলে যাবে।’
তবে যাবে কোথায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানিনা সে কোথায় যাবে। তবে বার্সালোনা বা বায়ার্নে যেতে পারে।’