রিয়াল মাদ্রিদে এখন একমাত্র ফরোয়ার্ড হিসেবে আছে করিম বেনজামা। মারিয়ানো এই পজিশনে থাকলেও কখনোই নিজেকে প্রমানের সুযোগ পায়নি এই তারকা।
চলতি মৌসুমে বেনজামা ভালো খেললেও বড় ম্যাচে তার ফর্ম ছিল বিপর্যস্ত। অসংখ্য সুযোগ মিস করে দলের ভরাডুবির কারণ হয়েছেন অনেকবার। কিন্তু তাও তিনিই আবার দলের সর্বোচ্চ গোলদাতা এবং জিদানের প্রিয় পাত্র। তাই নতুন ফরোয়ার্ড কিনলেও তাকে থাকতে হত বেনজামার ব্যাকআপ হিসেবেই।
আর এই কারণে বড় কোন নাম করা ফরোয়ার্ডের দিকে ঝুকছেনা রিয়াল। তারা তাই ঘরের ছেলে রাউল ডি থমাসকেই আবার রিয়ালে ফিরিয়ে আনছে।
রাউল ডি থমাস রিয়াল মাদ্রিদেরই যুব দলে খেলা তারকা। লোনে গিয়েছিলেন রায়ো ভালেকানোতে। সেখানে এই মৌসুমে দুর্দান্ত খেলেছেন তিনি। গোল করেছেন ১৩টি যা তার দলের ৩৮ শতাংশ। এই তারকাকেই দলে আনার জন্য রিয়ালকে বলে দিয়েছেন জিদান।