রিয়াল মাদ্রিদের নতুন কোচ জিনেদিন জিদান তার আক্রমন ভাগকে ধারালো করার জন্য লিভারপুলের সেনেগাল তারকা সাদিও মানেকে কেনার জন্য চাচ্ছে। এল চিরিংগুইতো জানিয়েছে সাদিও মানের জন্য এরই মধ্যে একবার প্রস্তাব পাঠিয়েছে রিয়াল মাদ্রিদ।
প্রতিবেদনে তারা বলেছে, রিয়াল মাদ্রিদ লিভারপুলের কাছে সাদিও মানের মুল্য জানতে চেয়েছে। তবে লিভারপুল সাদিও মানের জন্য ২০০ মিলিয়ন ইউরো দাবী করেছে। একই সাথে তারা ভিনিসিয়াস জুনিয়রকে চেয়েছে।
রিয়াল মাদ্রিদ ২০১৮ সালে ভিনিসিয়াস জুনিয়রকে দলে এনেছে। ফ্লামেঙ্গোর এই সাবেক তারকা এই মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে উজ্জল ছিলেন। গোল করেছেন ৩টি এবং অ্যাসিস্ট করেছেন ১২টি।
লিভারপুলের ভিনিসিয়াসকে চাওয়ার অফারটি নাকোচ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের প্রেমে মজেছেন লিভারপুল কোচ ক্লপ। তিনিও ভিনিসিয়াসকে ছাড়া এই চুক্তি কোন ভাবেই করতে রাজি নন।