সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিলোনা বার্সালোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর। আর এই খারাপ সময়ে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন বার্সালোনার সবচেয়ে বেশি দামে কেনা এই মিডফিল্ডার।
এই সময়ে বার্সালোনা ছেড়ে কৌতিনহোর অন্যত্র চলে যাওয়ারও গুঞ্জন উঠে। বার্সালোনাও তাকে বিক্রি করতে প্রস্তুত এমন খবরও আসে।
এরমধ্যে সবচেয়ে চমকপ্রদ খবর দিয়েছে স্পোর্ট। তারা জানিয়েছে কৌতিনহোর ব্রাজিল সতীর্থ নেইমার তাকে পিএসজিতে আনার চেষ্টা করছে।
কৌতিনহোকে কেনার দৌড়ে এগিয়ে ছিল ম্যানইউ। তবে তারা রেস থেকে ছিটকে পড়েছে। কেননা, কৌতিনহো ম্যানইউতে আসতে চাননা। কারণ, তিনি চান না তার লিভারপুল ভক্তরা কষ্ট পাক।
তবে গতরাতে বার্সার বিপক্ষে অসাধারণ খেলেছিলেন কৌতিনহো। দেম্বেলেকে বসিয়ে রেখে কৌতিনহোকেই একাদশে রেখেছিলেন বার্সা কোচ। তার প্রতিদানও দিয়েছেন তিনি। ডিবক্সের বাইরে থেকে তার ট্রেডমার্ক গোলও করেছিলেন গতকাল। সেই গোলের পরই কানে আঙ্গুল দিয়ে উৎযাপন করেছেন যাতে বুঝিয়েছেন সমালোচনাকে পাত্তা দেন না তিনি।
এছাড়াও বার্সা সভাপতি জানিয়েছিলেন কৌতিনহোকে বিক্রি করবে না তারা। শেষ পর্যন্ত নেইমার কৌতিনহোকে বার্সালোনা ছাড়া করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।