বেনফিকার নেক্সট রোনালদো খ্যাত পর্তুগীজ তারকা জোয়াও ফেলিক্স। ইউরোপের বড় বড় ক্লাব গুলোর চোখ তার দিকে। রিয়াল মাদ্রিদ জুভেন্টাস, ম্যানসিটির মত ক্লাব গুলো আছে এই তারকাকে পাওয়ার রেসে।
কিন্তু জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদ থেকে এক ধাপ যেন এগিয়ে ম্যানসিটি। কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয়া ম্যানসিটি কোচ গার্দিওলার এক নম্বর পছন্দ এই তারকা।
কিন্তু বেনফিকা এই তারকাকে রিলিজক্লজ ১২০ মিলিয়ন ইউরোর কমে কোন ভাবেই ছাড়বেনা বলে জানিয়ে দিয়েছে। তাই রিয়াল ও জুভেন্টাসকে টেক্কা দিয়ে পুরো রিলিজক্লজ দিয়েই তাকে কিনতে যাচ্ছে ম্যানসিটি এমনটাই জানিয়েছে পর্তুগীজ গনমাধ্যম।
জোয়াও ফেলিক্স বলেছিল, তার আইডল হল ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সুযোগটা নিতে চেয়েছিল জুভেন্টাস। তার জন্য ৭৫ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছিল তারা। কিন্তু সেই প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে বেনফিকা।