বার্সালোনাতে খুব একটা ভালো সময় যাচ্ছেনা ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর। এত দাম দিয়ে কেনা তারকার কাছ থেকে প্রত্যাশিত পারফর্মেন্স পাচ্ছেনা বার্সালোনাও। শুরুটা দুর্দান্ত করা কৌতিনহো সর্বশেষ ম্যানইউর বিপক্ষে ম্যাচের আগেও নিজেতে হারিয়ে খুজছিলেন।
ওই ম্যাচের পর বার্সালোনা সভাপতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, কৌতিনহো বার্সালোনাতেই থাকছে। সে ভিন্ন রকম খেলোয়াড় যাকে বার্সার প্রয়োজন।
তবে কৌতিনহোকে বার্সার প্রয়োজন হলেও কোতিনহোকে কি থাকবেন বার্সাতে? নিজে অবশ্য বেশ কিছুদিন আগেও ট্রান্সফার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তবে এবার যা বললেন তাতে করে বার্সালোনার ভক্তদের মাথায় হাত উঠতেই পারে। একই সাথে আনন্দের সংবাদ হতে পারে পিএসজি ভক্তদের জন্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের সাথে খেলা নিয়ে কৌতিনহো বলেন, নেইমারের সাথে খেলা সব সময় আনন্দের। আমরা যুব দল থেকেই একসাথে অনেক সময় খেলেছি। সে একজন স্পেশাল তারকা।
কৌতিনহো বলেন, তার সাথে একই দলে খেলা আনন্দের। যদিও ক্লাব পর্যায়ে তার সাথে খেলা হয়নি। একই ক্লাবে তার সাথে খেলা হবে চমৎকার।