আমি পিএসজিতেই থাকব। কথাটি নেইমারের। নেইমার পিএসজিতেই থাকবে। তার সাথে আরও চুক্তি রয়েছে ক্লাবটির। কথাটি নেইমারের বাবার।
কিন্তু কে শোনে কার কথা। নেইমারকে নিয়ে গুঞ্জন চলছেই। নেইমারের ক্লাব ছাড়া নিয়ে একের পর এক খবর প্রকাশ হচ্ছেই।
নেইমারের ক্লাব ছাড়া নিয়ে এবার সর্বশেষ রিপোর্ট করল স্পোর্টসমল নামে একটি পত্রিকা। তারা জানিয়েছে নেইমারকে কেনার জন্য মরিয়া ম্যানচেস্টার সিটি।
নিজেদের আক্রমন ভাগ আরও ধারালো করতে চায় গার্দিওলা। পরপর দুইবার লিভারপুল ও টটেনহামের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ হওয়ার পর এবার দলকে আরও শক্তিশালী করতে চায় তারা। সেজন্য নেইমারই পছন্দ গার্দিওলার।
পত্রিকাটি জানিয়েছে, নেইমারের জন্য দারুণ এক প্রস্তাব করতে প্রস্তুত ম্যানসিটি। সেটা হল তারা তাদের দলের গোল মেশিন অ্যাগুয়েরুকে দিয়ে দিবে পিএসজির কাছে। একই সাথে ১২৯ মিলিয়ন পাউন্ড দিতে তৈরি।