হ্যাজার্ড এবং নেইমার দুজনেই রিয়াল মাদ্রিদের টার্গেটে আছে। তবে সম্ভবত এই মৌসুম পরেই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছে হ্যাজার্ড যেখানে নেইমারের এখনো কোন নিশ্চয়তা নেই।
সম্প্রতি ফক্স স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে নেইমারকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোন খেলোয়াড় আছে যার সাথে আপনি খেলতে পছন্দ করবেন?
জবাবে নেইমারের উত্তর ছিল হ্যাজার্ড। নেইমার বলেন, হ্যাজার্ডের খেলার স্টাইল অনেকটাই আমার মত। আমি তার সাথে খেলতে পছন্দ করব।
নেইমারের এমন বক্তব্যের পর শুরু হয়েছে গুঞ্জন। কেননা, নেইমার জানেন যে হ্যাজার্ডকে চাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং সে এই মৌসুম পরেই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছে। অন্যদিকে নেইমারের নিজেরও রিয়ালে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি নেইমার আগে থেকেই কিছু ইঙ্গিত দিয়ে রাখলেন?