নতুন মৌসুমে নিজেদের দলে বেশ কয়েকজন ভালো মানের মিডফিল্ডার যোগ করতে চান পিএসজি কোচ থমাস টুখেল। আর এই তালিকায় যোগ হতে যাচ্ছে ম্যানইউর তারকা আন্দ্রে হেরেরা।
ম্যানইউতে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবার। তার সাথে নতুন চুক্তি করতে চাইলেও রাজি হয়নি স্পানিশ এই তারকা। পিএসজির বিশাল বেতনের অফার গ্রহন করে প্যারিসের দলটিতে ৪ বছরের চুক্তিতে আসতে রাজি হয়েছেন তিনি।
২৯ বছর বয়সী হেরেরাকে পেতে চেয়েছিল তার সাবেক ক্লাব অ্যাথলেটিকো বিলবাও। কিন্তু বেতনে পিএসজির সাথে টক্কর দিতে না পেরে পিছু হটে দলটি।