নেইমারকে কেনার জন্য রিয়াল মাদ্রিদের প্রচেষ্টার শেষ নেই। একবার তো ব্যালন ডি অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজ সরাসরিই নেইমারকে রিয়ালে আসার জন্য প্রস্তাব জানিয়ে দিয়েছিল।
যাক সে কথা, তার পর অনেক কিছুই হয়ে গেছে। অনেক দিক কেটে গেছে। কিন্তু নেইমারকে পাওয়ার স্বপ্ন এখনো রয়েই গেছে রিয়াল মাদ্রিদের।
নেইমার এখন খেলেন পিএসজিতে। তবে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নেইমারকে প্রশ্ন করা হয়েছিল, কোন খেলোয়াড়ের সাথে নেইমারের খেলার ইচ্ছা রয়েছে।
জবাবে নেইমার বলেছিল, আমি হ্যাজার্ডের সাথে খেলতে চাই। আমাদের দুজনের পজিশনও একই।
নেইমার এই কথা বলেছে আর তার সম্পর্কে জিদানের কাছে প্রশ্ন করা হবে না তা কি হয়? রিয়াল মাদ্রিদের ম্যাচকে সামনে রেখে করা সংবাদ সম্মেলনে তাই এই প্রশ্নটাই উড়ে এল জিদানের কাছে।
জিদানও হ্যা বলে দিলেন কোন চিন্তা না করেই। রিয়াল মাদ্রিদের কোচ বলেন,
“অবশ্যই, সেরা খেলোয়াড়রা একই সাথে খেলতে পারে। হ্যাজার্ডের সাথে একই দলে খেলার স্বপ্ন নেইমারের পূরন হতে পারে যদি সে রিয়াল মাদ্রিদে আসে।”
জিদানের এই বক্তব্য থেকে পরিষ্কার যে, হ্যাজার্ডের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত না আসলেও সে যে রিয়ালে আসবে তা নিশ্চিত। কেননা, হ্যাজার্ডের রিয়ালে আসা নিশ্চিত না হলেও জিদান বলেছে, নেইমারের স্বপ্ন পূরন হতে পারে সান্তিয়াগো বার্নাব্যুতেই। তার মানে হ্যাজার্ড আসছে নিশ্চিত ভাবেই।
একই সাথে পগবা, এরিকশন, নেইমার, এমবাপ্পেদের নিয়ে অনেক রকম রিউমার সম্পর্কে জিজ্ঞাস করা হলে জিদান বলেন, অনেক খেলোয়াড়ই বার্নাব্যুতে আসতে চায়। দেখা যাক ভবিষ্যতে কি হয়।