নেইমার এবং রিয়াল মাদ্রিদ ইস্যুতে আবারও গরম হয়ে উঠেছে ফুটবলাঙ্গন। প্রথম নেইমার, পরে জিদান এবং সর্বশেষ নেইমারের উপদেষ্টা গরম হাওয়া লাগালেন নেইমারের ফুটবলে।
কিছুদিন আগে নেইমার বলেছিলেন, তিনি হ্যাজার্ডের সাথে খেলতে চান।
এর এক দিন পর রিয়ালের কোচ জিদান বলেন, নেইমারের স্বপ্ন পূরন হতে পারে রিয়াল মাদ্রিদে আসলে।
এবার নেইমারের উপদেষ্টার সাথে পেরেজের বৈঠকের খবরে গুঞ্জের পালে লাগলো জোর হাওয়া।
ওয়াগনার রিবেইরো সোশ্যাল মিডিয়ায় পেরেজের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার আদর্শ, আমার বন্ধু।
ব্রাজিলিয়ান তারকা নেইমার সান্তোস থেকে যখন বার্সাতে আসেন তখনও তার উপদেষ্টা ছিলেন রিবেইরো। রিবেইরো চেয়েছিলেন নেইমার যেন রিয়ালেই আসে। তবে নেইমার গিয়েছিল বার্সাতে।
রিবেইরো রিয়াল মাদ্রিদে ব্রাজিল তারকা রবিনহোকে এনে দিয়েছিলেন, এনেছেন ভিনিসিয়াস জুনিয়রকেও। সম্প্রতি তিনি বৈঠক করেছেন পেরেজের সাথেও। আর তাতেই গুঞ্জের ডালপালা মেলা শুরু করেছে আরেকবার।