চলতি মৌসুমে অর্ধশতাধিক গোল হজম করেছেন ম্যানইউর স্পানিশ গোলকিপার ডেভিড ডি গিয়া। বেশ কিছু ম্যাচেই দৃষ্টি কটু ভুল করছেন এই তারকা। তবে তাতে এই তারকার উপর থেকে নজর সরিয়ে নেয়নি ফরাসি জায়ান্ট পিএসজি।
ডি গিয়ার সাথে ম্যানইউর চুক্তি রয়েছে ২০২০ সাল পর্যন্ত। নতুন করে চুক্তি করতে চাইলেও ডি গিয়া করেনি। তাই ভাবা হচ্ছে এই তারকা ম্যানইউ ছাড়তে পারে।
এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে পিএসজি। ইংলিশ দৈনিক ডেইলি স্টার জানিয়েছে, ডি গিয়ার জন্য ২৪ মিলিয়ন বেতনের অফার করবে পিএসজি।