ক্রিশ্চিয়ানো রোনালদো আর নেইমার একই দলে খেলতে পারেনা। অন্তত দুই বড় তারকা একসাথে খেলবে না এমনটাই প্রকাশিত হচ্ছিল সংবাদ মাধ্যমগুলোতে।
তবে এবার ঠিক উল্টো সংবাদ প্রকাশ করল ইতালির একটি সংবাদমাধ্যম। প্রকাশিত খবরে বলা হয়, ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমারকে জুভেন্টাসে চান।
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর হতাশ ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের ফরোয়ার্ডদের নিয়েও হতাশ তিনি। গুরুত্বপূর্ন সময়ে রোনালদোর পাশাপাশি গোল করতে পারেনি কেউই। তাই ক্রিশ্চিয়ানো জুভেন্টাসে নেইমারকে চাচ্ছেন যিনি বার্সায় মেসির সাথে থেকে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন সেভাবে যেন জুভেন্টাসও আরেকজন নেতা পায়।
তবে নেইমারকে পাওয়া সহজ হবেনা সেটা জানেন রোনালদো। সেজন্য নেইমারকে আসার পথ সচল করতে দিবালাকেও পিএসজিতে দিয়ে দেয়ার জন্য ক্লাবের কাছে আর্জি জানিয়েছেন রোনালদো।