২২০ মিলিয়ন ইউরো রিলিজক্লজ ছিল নেইমারের। ২০১৭ সালে বার্সালোনা ছাড়ার আগেও কেউ কল্পনা করেনি এত টাকা দিয়ে কেউ কিনতে রাজি হবে।
কিন্তু সেই না ভাবা কাজটিই করেছিল পিএসজি। গুনে গুনে পুরো ২২০ মিলিয়ন ইউরো দিয়েই নেইমারকে কিনে নেয় তারা।
তারপর দুটি মৌসুম পিএসজিতে কাটালেন নেইমার। কিন্তু এই দুটি মৌসুমে নেইমার পারলেন না কিছুই করতে। পারবেন কি করে, দুই মৌসুমেই মাঝপথে ইনজুরিতে পড়ে বাকি অর্ধেক মৌসুম হয়েছিলেন দর্শক।
এরপর থেকেই গুঞ্জন নেইমার রিয়াল মাদ্রিদে যেতে চান পিএসজি ছেড়ে। কিছুদিন আগে হ্যাজার্ডের সাথেও নেইমার খেলার ইচ্ছা পোষন করেছিল যে কিনা মাদ্রিদে যাওয়ার খুব নিকটেই অবস্থান করছে।
এছাড়াও নেইমার নাকি মার্সেলোকেও হোয়াটসঅ্যাপ চ্যাটে বলেছে সে রিয়ালে খেলতে চায়। এতকিছুর মাঝে এবার বার্সা ভিত্তিক স্পানিশ সংবাদমাধ্যম মুন্ডু দেপোর্তিভো জানিয়েছে নেইমারের রিলিজক্লজ আগামী ২০২০ সালেই ১৭০ মিলিয়ন ইউরো হয়ে যাবে।
অর্থাৎ পিএসজি চাচ্ছে নেইমার যেন আরও একটি মৌসুম পিএসজিতে থাকে। যদি নেইমার আর এক মৌসুম পিএসজিতে থাকেত তাহলে ওই মৌসুম শেষে যদি নেইমার ক্লাব ছাড়তে চায় তাহলে ১৭০ মিলিয়নের বিনিময়ে ছাড়তে পারবে।