নেইমারকে কেনার স্বপ্ন রিয়ালের। আর সেই্ স্বপ্ন বাস্তবায়নের জন্য পিএসজিকে একটি প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর সেই প্রস্তাব পিএসজি হেসেই উড়িয়ে দিয়েছে। অন্তত এমনটাই জানিয়েছে স্পেনের একাধিক গনমাধ্যম।
কি ছিল সেই প্রস্তাব? রিয়াল মাদ্রিদ নেইমারকে চায়। সেজন্য তারা টাকাও দিতে প্রস্তুত। এই সাথে তারা টাকার পরিমান কমানোর জন্য গ্যারেথ বেলকে পিএসজিতে দেয়ার প্রস্তাব করে।
স্পানিশ গনমাধ্যমগুলো জানিয়েছে, পিএসজি সেই প্রস্তাব হেসেই উড়িয়ে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে নেইমারের সাথে গ্যারেথ বেলের সোয়াপ ডিল করার কোন রকম ইচ্ছা নেই পিএসজির।