বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন

বেলকে কেউই কিনতে চায়না

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৩৭ এই মুহুর্তে
  • শেয়ার করুন

জিনেদিন জিদানের মানসিকতা পরিষ্কার। সে চায়না গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদে থাকুক। জিদানের আগামী মৌসুমের পরিকল্পনায় এই ফরোয়ার্ড নেই।

গত মৌসুমে গ্যারেথ বেলকে কেনার জন্য অনেকগুলনো ক্লাব আগ্রহ দেখালেও এই মৌসুমে কোন ক্লাবই তার পারফর্মেন্সের পর আর আগ্রহ দেখাচ্ছেনা। তাই রিয়াল মাদ্রিদ না চাইলেও গ্যারেথ বেলকে বিক্রি করতে পারছেনা তারা।

বেলের রিয়াল মাদ্রিদে বেতন ১৭ মিলিয়ন ইউরো। কোন খেলোয়াড়কে এত টাকা বেতন দেয়ার মত ক্ষমতা খুব বেশি ক্লাবের নেই। অন্যদিকে রিয়াল মাদ্রিদের তাকে মৌসুম শুরুর আগে প্রি-টুর্নামেন্টেও নিয়ে যাওয়ার কোন ইচ্ছা নেই।

ম্যানইউ গত মৌসুমে তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু এই মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগেই উঠতে ব্যর্থ হয়। টটেনহামে তার পুনরায় ফেরা নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু লন্ডনের ক্লাবটি আগ্রহী নয়।

বায়ার্ন মিউনিখ তাকে নিয়ে অনেক আগ্রহ দেখিয়েছে। কিন্তু আসল কথা হল তারা এখনো কোন অফারই করেনি।

বেল জুলাই মাসের ৩০ তারিখে ৩০ বছরে পা দিবে। ব্যালন ডি অর জয়ের স্বপ্ন তার। কিন্তু সেই স্বপ্ন দেখা ফুটবলারই এখন ক্লাব খুজে পাচ্ছেনা যারা তাকে খেলার সুযোগ দিবে এবং দিবে টাকা।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

রিয়ালের মৌসুম সেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র

বার্সালোনা-আল হিলালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি যাচ্ছেন আরেক ক্লাবে

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না