ফ্রান্স ফুটবল জানিয়েছিল রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য ২৮০ মিলিয়ন ইউরো অফার করবে। একই সাথে এমবাপ্পে নিজেও রিয়াল মাদ্রিদ কোচ জিদানকে রিকোয়েস্ট করেছে তাকে কেনার জন্য।
তবে স্পানিশ দৈনিক মার্কা বলছে অন্য কথা। তাদের রিপোর্ট অনুযায়ী নেইমারেরই রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর স্বপক্ষে যুক্তিও দেখিয়েছে তারা।
রিয়াল মাদ্রিদ তারকা হামেস রোদ্রিগেজ। বায়ার্ন মিউনিখে লোনে গিয়েছিল ২ বছরের জন্য। সেখানে আর তার থাকা হচ্ছেনা সেটা নিশ্চিত। কিন্তু রিয়াল মাদ্রিদ কোচ জিদানও তাকে চায়না ফিরিয়ে আনতে। তাই কানে রিয়াল মাদ্রিদ অন্য কোথাও বিক্রি করতে দিতে পারে। আর সেই দলটি হতে পারে পিএসজি।
পিএসজির কাছে হামেসকে বিক্রি করে নেইমারকে রিয়াল মাদ্রিদে আনার পরিকল্পনা রিয়াল মাদ্রিদের এমনটাই জানিয়েছে মার্কা।