এখনই নিশ্চিত নয় কোন কিছুই। তবে সম্ভাবনা আছে অনেক কিছুর। যেমন সম্ভাবনা আছে টটেনহাম কোচ পচেত্তিনোর আর্জেন্টিনার কোচ হওয়া।
ইউরোপে কোচ হিসেবে পচেত্তিনোর চাহিদা অনেক। তাকে রিয়াল মাদ্রিদ জিদানের আগে অফার করেছিল। তবে সেই অফার ফিরিয়ে দিয়েছিল এই আর্জেন্টাইন কোচ।
চলতি মৌসুমে তার দল টটেনহাম আছে দুরন্ত ছন্দে। প্রিমিয়ার লিগে শীর্ষ চারে আছে। রুপকথার জন্ম দিয়ে উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
টটেনহামের অবশ্য পচেত্তিনোকে ছাড়ার কোন ইচ্ছা নেই। কিন্তু পচেত্তিনো টটেনহাম ছাড়বেন বলেই জানিয়েছেন। তাহলে প্রশ্ন দাড়ায়, টটেনহাম ছেড়ে কোথায় যাবেন?
হাতে আছে দুটি অপশন। একটি হল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষ থেকে তাকে কিছুদিন আগেও অফার করা হয়েছিল। তাকে না পেয়ে অন্তবর্তিকালীন কোচ দিয়েই দল চালাচ্ছে তারা।
এবার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের। পচেত্তিনো টটেনহাম ছাড়লে সেই হতে পারে মেসিদের পরবর্তি কোচ।
তবে সম্ভাবনা আছে আরও। বার্সা যদি ভালভার্দেকে বরখাস্ত করে তাহলে তার জায়গায় পচেত্তিনোকে চাইতেই পারে।