২০১৭ সালে বার্সালোনা থেকে ট্রান্সফার ফি এর রেকর্ড গড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই ফের তাকে নিয়ে গল্প শুরু।
সাম্প্রতিক সময়ে নেইমার এবং রিয়াল মাদ্রিদে জড়িয়ে বেশ গল্প রচনা হচ্ছে পত্রিকাগুলোতে। তবে এসব গল্পের সাথে রিয়াল মাদ্রিদের হয়তো মোটেও যোগসাজেশ নেই বলেই মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও বর্তমান রিয়াল ভ্যালোদলিদ সভাপতি রোনালদো ফেনোমেনন।
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এই ফরোয়ার্ডের মতে, নেইমারের আসছে মৌসুমে পিএসজি ছাড়ার কোন সম্ভাবনা নেই।
বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা বলেন, “এটা বহু বছর ধরেই হয়ে আসছে। প্রচুর গুঞ্জন ছড়াচ্ছে। তবে আমি মনে করিনা যে এখানে রিয়ালের যোগ যোগসাজেশ আছে।”
“নেইমার অসাধারণ খেলোয়াড়। তাকে যেকেউ দলে চাইবে। কিন্তু আমি তাকে এখন ট্রান্সফার বাজারে দেখতে পাচ্ছিনা।”