পিএসজি কোচ থমাস টুখেলের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হয়ে যাবে এই মৌসুম শেষেই। এরপর আর এই কোচের সঙ্গে চুক্তি বাড়াবেনা ক্লাবটি এমনটাই জানিয়েছে লা প্যারিসিয়ান।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে সম্পর্কটা ভালো নেই থমাস টুখেলের। কিছুদিন আগেই ট্রান্সফার ইস্যু নিয়ে দুজনের মধ্যে বিরোধ প্রকাশ্যেই এসেছিল।
এবার লা প্যারিসিয়াস জানাচ্ছে, পিএসজির কোচের পদে আর থাকতে চাচ্ছেনা টুখেল। আগামী মৌসুমে চুক্তি শেষ হলেই তিনি চলে যাবেন।
কিন্তু যদি এমনটা হয় যে পিএসজি টুখেলকে নতুন চুক্তির প্রস্তাব দেয়? গনমাধ্যমটি জানিয়েছে, এমনটা হলেও টুখেল আর পিএসজিতে থাকবেন না।