ব্রাজিলিয়ান গোলকিপার নেতো এখন আছেন বার্সালোনাতে। কিন্তু সেখানে চলতি মৌসুমের শুরুতে স্টেগানের ইনজুরির কারণে সুযোগ পেলেও এখন আর সুযোগ পাচ্ছেন না। কারণ স্টেগান এখন ফুল ফিট।
তাই বার্সালোনার এই গোলকিপারকে নিজেদের দলে আনতে চায় আর্সেনাল। এই খবরটি জানিয়েছে স্কাই স্পোর্টস।
আর্সেনাল অবশ্য নেতোকে প্রথম পছন্দের গোলকিপার হিসেবে কিনতে চাচ্ছে এমনটা নয়। তারাও নেতোকে ব্যাকআপ অপশন হিসেবেই চাচ্ছে।